পাঠক! বাংলা ভাষায় সুবৃহৎ বিশুদ্ধ ইসলামী সাইটে আপনাকে স্বাগতম। সহীহ কুরআন, সুন্নাহনির্ভর রেফারেন্স ও গবেষণাধর্মী প্রায় ২০০এর অধিক বিষয়ের অনন্য সমাহার। আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে ও অনুদান দিয়ে সাহায্য করতে পড়ুন এখানে

চরমোনাইয়ের পীরের কিছু ঈমান বিধ্বংসী আক্বীদা (ভিডিও)

(১) মারেফত হাসিল করতে হলে শরীয়তের এলেম বেশী থাকতে পারবে না।
(২) শরীয়তের এলেম বেশী থাকলে সেখানে মারেফতের এলেম ঢুকবে না। অন্য কথায় মূর্খতা হচ্ছে তথাকথিত এলমে মারেফতের বড় বন্ধু
(৩) মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে ঈমান বাঁচানোর জন্যে পীর সাহেব মুরীদদের কাছে হাযির হয়ে থাকেন।
(৪) মুরীদ যেখানেই থাক,তাকে তার পীর দেখতে পান এবং তাকে দূর থেকেও তাকে সাহায্য করতে পারেন।

(৫) যারা পীরের কাছে মুরীদ হয়নি বা তার দুআ নেয়নি,তাদের বেঈমান হয়ে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। (নাউযুবিল্লাহ্) {ভেদে মারেফতঃ ৩১-৩২ পৃষ্ঠা}

৬) পীর আল্লাহর সাহায্য ছাড়াই মৃতকে জীবিত করার ক্ষমতা রাখেন!
৭) সূর্য-চন্দ্র পীরের হুকুম তামিল করে থাকে!
৮) তথাকথিত মারেফতের পীরগণ বাহ্যিকভাবে ইসলামী শরীয়তের বিধি-বিধান মানতে বাধ্য নন!
৯) আল্লাহ তা'আলা ভুল সিদ্ধান্ত নিতে পারেন!
১০) পীর আল্লাহর কাছ থেকে রুহ কেড়ে আনতে পারেন!
১১) আল্লাহর শানে জাহেরী বেয়াদবী মূলক কথা মুখে উচ্চারণ করলেও মারেফতের দৃষ্টিতে তা কোন অপরাধ নয় বরং মুহাব্বাত!
......(নাউযুবিল্লাহ্) {ভেদে মারেফতঃ ১৫-১৬ পৃষ্ঠা}

১২) পীরগণ কেয়ামতের দিবসে মুরিদগণকে সাহায্য করবে। (দেখুন-ভেদে মারেফতঃ ২৫-২৬,আশেক মাশুক পৃঃ ৬৬,৮১)
১৩) আখেরাতে পীরগণ মুরিদের জন্য সুপারিশ করবে।(দেখুন-ভেদে মারেফতঃ ৬০ পৃঃ)
১৪) পীরের হাতে মুরিদের হাত পড়লে পীরসাহেব মুরিদকে পুলসিরাত পার করিয়ে নিয়ে যাবেন।(দেখুন-ভেদে মারেফতঃ ২৭-২৮ পৃঃ)
১৫) পীর মুরীদের গুনাহ মাফ করানোর মাধ্যম।(দেখুন-ভেদে মারেফতঃ ৩৪ পৃঃ)
১৬) শরীয়ত ও মারিফাত আলাদা বিষয়। [দ্রঃ ভেদে মা'রেফত বা ইয়াদে খোদাঃ ১৫-১৭ নং পৃষ্ঠা, আশেক-মাশুক পৃঃ ৪৯]
১৭) মারেফতের পীর-ওলীদের মর্যাদা নবীদের চেয়েও বেশী! (দেখুন-আশেক মাশুক ৮৮-৯০ পৃঃ)
১৮) শরীয়ত বহির্ভুত হলেও পীরের হুকুম মানা মুরিদের জন্য বাধ্যতামূলক! (দেখুন-আশেক মাশুক বা এস্কে এলাহীঃ ৩৫ পৃষ্ঠা)
(নাউযুবিল্লাহ্)

১৯) মৃত পীর জীবিত মানুষের মত কাউকে ধরে ফেলতে পারে!
২০) মৃত পীর মানুষকে স্বপ্ন দেখানোর ক্ষমতা রাখে!
২১) স্বপ্নে কথোপকথন করতে পারে, কা্উকে নির্দেশও দিতে পারে!
২২) মুরিদ যত পাপী হোক তাকে পীর পুলসিরাত পার করিয়ে নিয়ে যেতে পারে!
(দেখুন-ভেদে মারেফতঃ ২৭-২৮ পৃঃ)

বিশেষ দুটি হাদিয়াঃ

একটি বাণীঃ
আল্লাহর ওলী চিনিবার কী সুন্দর উপায়!!!
______________________
"যদি কেহ মাওলার প্রেমে মত্ত হইয়া বেলা এখতিয়ার (অনিচ্ছাকৃতভাবে) চিখ দেয় অথবা হাত-পা আছড়ায়, তবে সে আল্লাহর ওলী।" (ভেদে মারেফতঃ ২২ পৃষ্ঠা, ৩য় লাইন)

একটি ভিডিওঃ
দেখুনঃ

একটি আবেদনঃ
আমাদের উদ্দেশ্যে আসলে নিছক বিরোধিতা বা আক্রমন করা নয়। ব্যক্তি হিসেবে তার প্রতি আমাদের শ্রদ্ধা অবশ্যই রয়েছে। তবে আমাদের মূল আপত্তি তাদের এই ভয়াবহ ঈমানবিধ্বংসী আক্বীদাগুলো নিয়ে।
আল্লাহ আমাদের হেফাজত করুন।