পাঠক! বাংলা ভাষায় সুবৃহৎ বিশুদ্ধ ইসলামী সাইটে আপনাকে স্বাগতম। সহীহ কুরআন, সুন্নাহনির্ভর রেফারেন্স ও গবেষণাধর্মী প্রায় ২০০এর অধিক বিষয়ের অনন্য সমাহার। আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে ও অনুদান দিয়ে সাহায্য করতে পড়ুন এখানে

আমাদের কথা


আমরা সবাই জানি বর্তমানে মিডিয়া কিভাবে আমাদের জীবনে স্থান করে নিয়েছে। মিডিয়ার হামলা আর আগ্রাসন থেকে আজ আমরা কেউই নিরাপদ নই। সবার ঘরে ঘরে মিডিয়া ঢুকে পড়েছে। প্রতিটি বাড়িতেই টিভি নামের আধুনিক আবিষ্কার জায়গা করে নিয়েছে। শুধু বাড়িতে কেন, প্রতিটি দোকানে দেখা যাচ্ছে টিভি। শহর কিংবা গ্রাম- সর্বত্র আজ আধুনিক মিডিয়ার থাবা বিস্তার করেছে। মোবাইল-কম্পিউটার এসে যেন মিডিয়ার পালে আরও হাওয়া দিয়েছে। সবার ঘরে ঘরে ঢোকার পর মিডিয়া ঢুকে পড়েছে এখন সবার পকেটে পকেটে। পৌঁছে গেছে শিক্ষিত-অশিক্ষিত সবার হাতে হাতে। আমরা যারা টিভির করাল গ্রাসে আটকা পড়িনি, তারা কিন্তু মোবাইলের এফএম রেডিও আর খবর-কাগজকে উপেক্ষা করতে পারি না। খবরের কাগজ আমরা সবাই পড়ি।
মিডিয়াগুলো যদি শুধু ন্যায় ও সুন্দরের পথ দেখাতো, অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, তাহলে আমরা একে সাধুবাদ জানাতাম। আসলে এটিই কিন্তু মিডিয়ার দায়িত্ব। দুঃখের সঙ্গে আমরা দেখি, মিডিয়া সে দায়িত্ব পালন না করে শুধু মন্দের প্রচারেই অধিক ব্যস্ত। মন্দ আর অসুন্দরের সঙ্গেই  তার যত সখ্য। টিভি চ্যালেনগুলোতে কী দেখানো হয়? পাঠক, আপনিই বলুন এগুলোতে কী দেখেন  আপনারা? হয়ত কোনো সদুত্তর দিতে পারবেন না। চ্যালেনগুলোতে প্রচারিত হয় শুধু নাটক-সিনেমা আর চরিত্রবিধ্বংসী সব বিজ্ঞাপন। সংবাদ যাও প্রচার হয় তাও দেখা যায় সব নেতিবাচক। তদুপরি তাতে আগ্রহ বেশি ওই নাটক-সিনেমা আর খেলাধুলার জগতের প্রতিই। 

এমতাবস্থায় যারা ইসলাম নিয়ে ভাবেন, ইসলামের প্রসারই যাদের কাম্য ও কর্ম, তাদের হাত গুটিয়ে বসে থাকলে হবে না। শুধু মিডিয়াকে বকাঝকা করাই তাদের কর্তব্য নয়। তাদের দায়িত্ব সুস্থ মিডিয়া এবং নির্দোষ গণমাধ্যম প্রতিষ্ঠা করা। ইসলাম প্রচারে মিডিয়াকে কাজে লাগানো এখন সময়ের দাবি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,
﴿وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ
আর তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত? [1]
আল্লাহ তাআলা আরও বলেন,
﴿قُلْ هَذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ﴾
বল, এটা আমার পথ। আমি জেনে-বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর আল্লাহ পবিত্র মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।[2]
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
لَأَنْ يَهْدِيَ اللهُ بِكَ رَجُلًا وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ
আল্লাহ যদি তোমার মাধ্যমে একজনকে হেদায়েত দেন তবে তা লাল উটের চেয়ে উত্তম।[3] 
তিনি আরও ইরশাদ করেন,                               بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً
তোমরা আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও পৌঁছে দাও।[4]

আগে সমাজ সংস্কারকগণ বাজারে, মসজিদে ও বিভিন্ন লোক সমাগমস্থলে গিয়ে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন। কিন্তু তথ্যপ্রযুক্তির এই উৎকর্ষের যুগে একজন দায়ী (আল্লাহর পথে আহ্বানকারী) ঘরে বসেই রেডিও, টিভি, সিডি, বই ও পত্র-পত্রিকা ইত্যাদির মাধ্যমে দাওয়াত পৌঁছাতে পারেন কোটি কোটি লোকের দুয়ারে। এটিকে সহজ ও গতিশীল করেছে আন্তর্জাতিক তথ্যবিনিময় মাধ্যম তথা ইন্টারনেট। সন্দেহ নেই আল্লাহর দিকে মানুষকে ডাকার এক চমৎকার মাধ্যম এসব মিডিয়া। মিডিয়াকে কাজে লাগিয়ে আমরা বৃহত্তর অঙ্গনে দীন প্রচার করতে পারি। 

প্রিয় পাঠক! এরই বৃহৎ পরিকল্পনা নিয়ে খুব ক্ষুদ্র পরিসরে হলেও যাত্রা শুরু করেছি আমরা। আমাদের লক্ষ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষীদের জন্য গুনগতমানসম্পন্ন আন্তর্জাতিকমানের একটি অনলাইন রেডিও প্রতিষ্ঠা করা। বাংলা ভাষায় এখনও উল্লেখযোগ্য তেমন কোন অনলাইন রেডিও চালু হয়নি। যেগুলো আছে সেগুলোও মানসম্মত নয়। তবে ভবিষ্যতে অনলাইন রেডিওর বেশ বড়সড় একটি অবস্থান তৈরি হবে তা নিশ্চিতভাবেই বলা যায়। ভবিষ্যতে আমরা কমার্শিয়াল রেডিওর পরিকল্পনাও নিতে পারি ইনশাআল্লাহ। আপাতত অনলাইন রেডিওর জন্য শুরুতেই আমাদের প্রয়োজন প্রায় তিন লক্ষ টাকা। যার সামান্য কিছু বর্তমান আমাদের হাতে রয়েছে। আপনিও চাইলে আমাদের পাশে দাঁড়াতে পারেন। ভাগী হতে পারেন দ্বীনী দাওয়াতের কাজে।
তবে জানিআপনি একাআমরাও একানিজ নিজ জায়গা আমরা সবাই একাতাও জানি। কিন্তু সবাই মিলেও কী একা?
আমাদের রয়েছে পর্যাপ্ত দক্ষ জনবলশুধু নেই প্রয়োজনীয় অর্থবল। তাই আপনি যদি একজন সচ্ছল মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার প্রতি আমাদের ছোট্ট আহ্বান।
বিস্তারিত অর্থনৈতিক তথ্যদি নিয়ে খুব শীঘ্রই পোস্ট আসছে ইনশাআল্লাহ। তাই সচ্ছল দ্বীনদার ভাইদের প্রতি আহ্বান, আপনার মূল্যবান পরামর্শ, সাহায্য, সময় অর্থ ইত্যাদি দিয়ে আমাদের পাশে থাকুন। আপনার একটু সহযোগিতাই হয়ত আমাদের এগিয়ে নিয়ে যাবে অনেকদূর। 

আমাদের পরিবারঃ
Advisory: 

Hafez Maolana Mufti Shaikh Monoar Hoseen Saheb
Islamic thinker, lecturer.
Khatib: Baitul Atik Masjid, Gulshan, Baridhara-Dhaka.

Shaik Mostofa Al Madani.
Islamic thinker, media person.
Khatib: Barodhara Mazjid

Ceo. 0192270001

Alamgir Mahmud
Moderator: 01995607520

Ashraful Islam
Managing director. 

Arif Hasan
Manager.

Shajidul Islam Shajid
Designer.  

Kazi Jubair Mahmud
Graphics desinger and artist.

টাকা পাঠাতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন-01922730001

ছবিটি জুম করে দেখুন




. সূরা ফুসসিলাত : ৩৩  
. সূরা ইউসূফ : ১০৮।
. বুখারী : ৩০৭।
. বুখারী ৩৪৬১।